Pages

Tuesday, February 24, 2015

Hacker

আসসালামু আলাইকুম
আমি গালিব।আজ একটি খুব দরকারি কথা বলব
তাহলে শুরু করি

                   
Hack & Hacker…. নামটি খুব আলচিত ও আতংকিত একটি নাম।
ইদানিং অনেকের মুখে শুনছি ভাই আমার আইডি হ্যাক
হইছে । ভাই আমারে বাচান। আবার, ভাই আমার একজনের আইডি লাগব প্লীজ একটু হ্যাক
করে দিন । আবার কিছু পোলাপাইন আছে চার অক্ষরের
(Hack) শব্দটির উচ্চারণ শিখেই নিজেকে অনেক বড়
হ্যাকার মনে করে থাকে । আমার এই লিখাটি আজ তাদের
জন্যই । তো চলুন প্রথমে জেনে নেই কি কারনে আমাদের ফেইবুক
বা, মেইল আইডি হ্যাক হয় ? আসলে বর্তমানে Professional কোন হ্যাকার এই ধরনের
কাজে লিপ্ত নয় । আপনারই আশে-পাশে থাকা ভাইবোন ,
বন্ধু-বান্ধব আপনাকে ফাকি দিয়ে নিজেদের কটু
বুদ্ধিকে কাজে লাগিয়ে আপনাকে বোকা বানিয়ে আপনাদের
পাসওয়ার্ড চুরি করে নিচ্ছে । কাজেই নিজেদের একটু
সতর্কতাই পারে আপনাদের হ্যাকিং এর হাত থেকে বাঁচাতে । বর্তমানে ফেইবুকের নিজস্ব
প্রাইভেসি খুব শক্তিশালী। কোন নতুন আইডিও হ্যাক
করা অনেকটা ইম্পসিবল । আর কোন প্রটেক্টেড
আইডি হ্যাক!!! মনে রাখবেন আপনার বোকামির জন্যই আপনার
আইডিটি হ্যাক হয়ে যায় । আপনি যদি সিন্দুকের
চাবি যেখানে সেখানে রেখে দেন তাহলে যা হয় আর
কি! এবার আসুন যেনে নেই বর্তমানের পুচকে হ্যাকারদের
কথা- বর্তমানে কিছু পোলাপাইন আছে, যারা Fishing,
Scaming , অথাবা, নতুন কিছু Hacking Tool Use
করে আপনার নিকটেই ফাদ পেতে রাখে । আর
আপনি চলার পথে সে ফাদে পা পরে যাওয়াটাই সভাবিক
। যেমন ধরুন আপনি অনেক সময় ব্রাউজারে পাসওয়ার্ড
সেভ করে রাখেন । হঠাত একদিন আপনার এক বন্ধু এসে আপনার কম্পিউটারে বসে আপনার পাসওয়ার্ড
জেনে ফেলল । যা করতে হলে কোন প্রফেশনাল হ্যাকার
হতে হয় না । বর্তমানে তেমন শুধু Google এ
গিয়ে (How To See Own Browser Password)
লিখলেই পেয়ে যাবে অনেক তথ্য । আবার কেউ
বা ফেইসবুকের Apps কে কাজে লাগাচ্ছে, যেমন – অটো লাইক, টপ ফ্রেন্ডস, লাভ ফাইন্ডার,
ইত্যাদি নামের । যা আপনারা প্রতিনিইয়তই
করে আসছেন । কি ঠিক বললাম কি না? আবার Fishing/
Pushing পেজ এর মাধ্যমেও আপনার
বোকামিকে কাজে লাগাচ্ছে তারা । আসলে যারা অক্লান্ত পরিশ্রম করে Hacking
শিখে তারা আপনাদের আইডি হ্যাক করে ৫০০- ১০০০
টাকা ভিক্ষা চাওয়ার জন্য শিখে না । কারন
হ্যাকিং টাও একটা প্রফেশন । তারা তাদের
মেধা কে জায়গা মতই কাজে লাগায় । আর ফেইসবুক হ্যাক
করে যারা নিজেদের হ্যাকার মনে করছে তারা নেহাত ভিক্ষুক ছাড়া আর কিছু নয় । বরং তারা হ্যাকিং নামটির
মর্যাদা নষ্ট করছে । মনে রাখবেন একজন প্রফেশনাল
হ্যাকার কখনই পাবলিক প্লেসে নিজেদের পরিচয়
বিলিয়ে বেড়াবে না ।

No comments:

Post a Comment