আসসালামু আলাইকুম
আমি গালিব।আজ একটি খুব দরকারি কথা বলব
তাহলে শুরু করি
আমি গালিব।আজ একটি খুব দরকারি কথা বলব
তাহলে শুরু করি
ইদানিং অনেকের মুখে শুনছি ভাই আমার আইডি হ্যাক
হইছে । ভাই আমারে বাচান। আবার, ভাই আমার একজনের আইডি লাগব প্লীজ একটু হ্যাক
করে দিন । আবার কিছু পোলাপাইন আছে চার অক্ষরের
(Hack) শব্দটির উচ্চারণ শিখেই নিজেকে অনেক বড়
হ্যাকার মনে করে থাকে । আমার এই লিখাটি আজ তাদের
জন্যই । তো চলুন প্রথমে জেনে নেই কি কারনে আমাদের ফেইবুক
বা, মেইল আইডি হ্যাক হয় ? আসলে বর্তমানে Professional কোন হ্যাকার এই ধরনের
কাজে লিপ্ত নয় । আপনারই আশে-পাশে থাকা ভাইবোন ,
বন্ধু-বান্ধব আপনাকে ফাকি দিয়ে নিজেদের কটু
বুদ্ধিকে কাজে লাগিয়ে আপনাকে বোকা বানিয়ে আপনাদের
পাসওয়ার্ড চুরি করে নিচ্ছে । কাজেই নিজেদের একটু
সতর্কতাই পারে আপনাদের হ্যাকিং এর হাত থেকে বাঁচাতে । বর্তমানে ফেইবুকের নিজস্ব
প্রাইভেসি খুব শক্তিশালী। কোন নতুন আইডিও হ্যাক
করা অনেকটা ইম্পসিবল । আর কোন প্রটেক্টেড
আইডি হ্যাক!!! মনে রাখবেন আপনার বোকামির জন্যই আপনার
আইডিটি হ্যাক হয়ে যায় । আপনি যদি সিন্দুকের
চাবি যেখানে সেখানে রেখে দেন তাহলে যা হয় আর
কি! এবার আসুন যেনে নেই বর্তমানের পুচকে হ্যাকারদের
কথা- বর্তমানে কিছু পোলাপাইন আছে, যারা Fishing,
Scaming , অথাবা, নতুন কিছু Hacking Tool Use
করে আপনার নিকটেই ফাদ পেতে রাখে । আর
আপনি চলার পথে সে ফাদে পা পরে যাওয়াটাই সভাবিক
। যেমন ধরুন আপনি অনেক সময় ব্রাউজারে পাসওয়ার্ড
সেভ করে রাখেন । হঠাত একদিন আপনার এক বন্ধু এসে আপনার কম্পিউটারে বসে আপনার পাসওয়ার্ড
জেনে ফেলল । যা করতে হলে কোন প্রফেশনাল হ্যাকার
হতে হয় না । বর্তমানে তেমন শুধু Google এ
গিয়ে (How To See Own Browser Password)
লিখলেই পেয়ে যাবে অনেক তথ্য । আবার কেউ
বা ফেইসবুকের Apps কে কাজে লাগাচ্ছে, যেমন – অটো লাইক, টপ ফ্রেন্ডস, লাভ ফাইন্ডার,
ইত্যাদি নামের । যা আপনারা প্রতিনিইয়তই
করে আসছেন । কি ঠিক বললাম কি না? আবার Fishing/
Pushing পেজ এর মাধ্যমেও আপনার
বোকামিকে কাজে লাগাচ্ছে তারা । আসলে যারা অক্লান্ত পরিশ্রম করে Hacking
শিখে তারা আপনাদের আইডি হ্যাক করে ৫০০- ১০০০
টাকা ভিক্ষা চাওয়ার জন্য শিখে না । কারন
হ্যাকিং টাও একটা প্রফেশন । তারা তাদের
মেধা কে জায়গা মতই কাজে লাগায় । আর ফেইসবুক হ্যাক
করে যারা নিজেদের হ্যাকার মনে করছে তারা নেহাত ভিক্ষুক ছাড়া আর কিছু নয় । বরং তারা হ্যাকিং নামটির
মর্যাদা নষ্ট করছে । মনে রাখবেন একজন প্রফেশনাল
হ্যাকার কখনই পাবলিক প্লেসে নিজেদের পরিচয়
বিলিয়ে বেড়াবে না ।
No comments:
Post a Comment