Thank you for Visit bdbugs .There you get more interesting tips and Internet Tricks

Wednesday, February 25, 2015

রক্তের গ্রুপ নিয়ে কিছু কথা

বিভিন্ন প্রকারের গবেষণার মাধ্যমে রক্তের গ্রুপের সাথে চারিত্রিক বিশিষ্টের যোগসূত্র খোঁজা হয়েছে।সবক্ষেতত্রে এর মিল না হলেও প্রতিটি গ্রুপের মানুষের কিছু কমন বৈশিষ্ট্য পাওয়া যায়।আর এখানে সে গুলোই তুলে ধরা হলো।আসুন দেখি সেসব বৈশিষ্ট সমূহঃ-------------------------------# ব্লাড গ্রুপ ওঃমোট জনসংখার শতকরা ৩৮ ভাগের রক্তের গ্রুপ “ও পজিটিভ” এবং শতকরা ৬ ভাগ “ও নেগেটিভ”।এই ব্লাড গ্রুপের মানুষ স্বচ্ছ দৃষ্টি সম্পন্ন,গভীর মনযোগী, উচ্চাকাঙ্ক্ষী,বাগপটু,স্বাস্থ্যবান,বাস্তববাদী,রোমান্টিক এবং অত্যন্ত বুদ্ধিমান হয়ে থাকে।# ব্লাড গ্রুপ এঃ শতকরা প্রায় ৩৪ ভাগ জনগোষ্ঠীর ব্লাড গ্রুপ “এ পজিটিভ” ।“এ নেগেটিভ” ব্লাড গ্রুপের জনসংখ্যা শতকরা ৬ ভাগ। এই ব্লাড গ্রুপের মানুষ গোছগাছ প্রিয়, দক্ষ চাকুরে,তারা আত্মকেন্দ্রিক, সুবিচারক, শান্ত, বিশ্বস্ত,নিয়মানুবর্তিত,পরিষ্কার-পরিচ্ছন্ন হয়ে থাকে।# ব্লাড গ্রুপ বিঃ শতকরা ৯ ভাগ জনগোষ্ঠীর ব্লাড গ্রুপ “বি পজেটিভ” এবং “বি নেগেটিভ” এর ক্ষেত্রে টা মাত্র ২ ভাগ। এরা স্বাধীন চেতা, মনযোগী, মেধাবী, নমনীয়,সরল,দক্ষ,আবেগপ্রবণ,স্বাস্থ্যবান,বাস্তববাদী এবং খুব বেশি রোমান্টিকহয়ে থাকে।# ব্লাড গ্রুপ এ বিঃ শতকরা ৪ ভাগ লোকের রক্তের গ্রুপ “এ বি পজিটিভ” আর মাত্র ১ ভাগ লোকের রক্তের গ্রুপ “এ বি নেগেটিভ” ।এই ব্লাড গ্রুপের মানুষ সাধারনত সুবিবেচক, বুদ্ধিসম্পন্ন,বিবেকবান , হিসেবি, কৌশলী, সৎ, সংবেদনশীল, নিরেট এবং খুব চমৎকার সাংগঠনিক হয়ে থাকে।

এবার সত্যি করে বলুন তো আপনার রক্তের গ্রুপ কি ???

No comments:

Post a Comment